আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি।
সহীহ বোখারী শরীফের সবক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো জকিগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদীয়া লামারগ্রাম মাদ্রাসার ১৪৪৬-৪৭ হিজরী সনের নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম। বুধবার (১৬ এপ্রিল) জামেয়ার মিলনায়তনে শিক্ষাবর্ষের ইফতেতাহি দরস অনুষ্ঠিত হয়।জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদিয়া লামারগ্রাম মাদ্রাসার স্বনামধন্য মহাপরিচালক হাফিজ মাওলানা আব্দুল গফফার পীর সাহেব রায়পুরী দামাত বারাকাতুহুম এর সভাপতিত্বে ও জামিয়ার স্বনামধন্য সহকারী শায়খুল হাদীস ও জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবুল হাসান জকিগঞ্জীর পরিচালনায় সহীহ বোখারী শরীফের সবক উদ্বোধন করেন জামিয়ার প্রধান শায়খুল হাদীস বিশিষ্ট আলেমে দ্বীন শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল করিম হেতিমগঞ্জী (হাফি),ঐতিহ্যবাহী জামিয়ার ক্যাম্পাসে ছাত্রদের করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন,সিলেটের জনপ্রিয় ও মিষ্টিভাষী বক্তা মুফতি আবুল হাসান।জামিয়ার ওস্তাদগনের মধ্যে উপস্থিত ছিলেন, উক্ত জামিয়ার স্বনামধন্য সফল শিক্ষা সচিব মাওলানা শায়েখ আব্দুস সাত্তার, সহকারী শিক্ষাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম,মাস্টার আবুল খায়ের, মাওলানা আফতাব উদ্দিন, মাওলানা নাছির উদ্দীন বিশ্বনাথী,মাওলানা আবুল হাসান, মাওলানা আবু হুরায়রা, মাস্টার আতা উল্লাহ ও মাস্টার জাকির হোসেন প্রমুখ।পরিশেষে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ও জামিয়ার মহাপরিচালক হাফিজ মাওলানা আব্দুল গফফার পীর সাহেব রায়পুরি দামাত বারাকাতুহুম এর দুআর মাধ্যমে এই মুবারক মজলিশ সমাপ্ত হয়।