মোঃমন্জুরুল আহসান:
স্টাফ রিপোর্টারঃ রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের পূর্বচান্দঘাট বকশিপাড়া ১নং জামে মসজিদের নামীয় ২৪ শতাংশ জমিতে আবাদকৃত বোর ধান ক্ষেতে পানি বন্ধ করে দিয় চাষাবাদ নষ্ট করার অভিযোগ উঠেছে এক পরিবারের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায় পূর্বচান্দঘাট বকশিপাড়া ১নং জামে মসজিদের নামীয় ২৪ শতাংশ জমিতে বোরো মৌসুমে ধান রোপন করা হয়। যাহার বয়স প্রায় ৪৫ দিন। উক্ত জমি সংলগ্ন মোঃ আতিয়ার রহমান এর বাড়ী। পূর্ব শত্রুতার জেরে আতিয়ার রহমান আবাদকৃত জমির পানি বন্ধ করার পাশাপাশি ৩/৪ দিন পূর্বে পর্যায়ক্রমে প্রায় ১ (এক) শতাংশ জমির ধান গাছ কেঁটে নিয়ে যায়। ধান কাটার বিষয়ে সমাজের গন্যমাণ্য ব্যক্তিগণ তাকে জিজ্ঞেস করলে সে অশালিন ভাষায় গালীগালাজ করে। এমনকি উক্ত জমিতে চাষের জন্য পার্শ্ববর্তী স্যালো মেশিন ওয়ালাদেরকেো পানি না দেয়ার জন্য হুমকি প্রদান করে। হুমকি প্রদান ও রোপনকৃত জমির ধান কেটে নিয়ে যাওয়ার সময় মোঃ আতিয়ার রহমান, মোঃ আব্দুল বাতেন ও মোঃ মতিয়ার রহমান উপস্থিত ছিলেন । ফলে জমিটি চাষাবাদ ব্যাহত হচ্ছে। যেখানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ ইঞ্চি জমিও অনাবতীর রাখার জন্য সকলকে নির্দেশ প্রদান করেছেন সেখানে প্রায় ২৪ শতাংশ জমির আবাদ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তাই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ সাহানাজ পারভিন জানান আমরা অভিযোগ পেয়েছি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে কেন পানি যেতে বাধা প্রদান করা হচ্ছে সে বিষয়টিও খতিয়ে দেখা হবে। যেহেতু বিষয়টি সামাজিক তাই অতি দ্রুত সমাধান চেয়েছেন উক্ত সমাজের মুসল্লিগণ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ