অনলাইন ডেস্ক:ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন’-২০২৩ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে নাগরিকদের অনুমতি ছাড়া ফেসবুক-গুগলের মতো প্রতিষ্ঠান কোনো তথ্য দেশের বাইরে নিতে পারবে না।
সোমবার দুপুরে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগের প্রস্তাবিত এ আইনের অনুমোদন দেয় মন্ত্রিসভা।
গত তিন বছর ধরে উপাত্ত সুরক্ষা আইন করার জন্য কাজ করে আইসিটি বিভাগ। ২০২২ সালের শুরুতে সরকার আনুষ্ঠানিকভাবে উপাত্ত সুরক্ষা আইনের প্রথম খসড়া প্রকাশ করে। এরপর কয়েক ধাপে খসড়ায় পরিবর্তন আনা হয়।