ইমরান সরকার স্টাফ রিপোর্টার :- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার আমলাগাছি হাটে গত কয়েকদিন হল দফায় দফায় ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে বাংলার প্রতিবাদে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমলাগাছী বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে আধা বেলা মানববন্ধন বিক্ষোভ করেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী। দফায় দফায় হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। সর্বশেষ ১৭ মার্চ রবিবার এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানের উপর আমলাগাছী হাটের আগ পারা প্রবাসী সুলতান এর ছেলে রমজান মিয়ার নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্রুপ অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হন টুকু নামে এক ব্যক্তি। সে বর্তমানে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর আগে ১৬ মার্চ হামলার শিকার হন সেরাজুল, মজনু ও মজিবর রহমান সহ অনেকে। এদের মধ্যে সেরাজুল আশংকা জনক অবস্থায় রংপুর আই সিইউ তে ভর্তি আছেন।
এই গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সোমবার সকাল দুইটা পর্যন্ত প্রায় ১৮০ টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধন,বিক্ষোভ অবরোধ করে। সেই সাথে বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী।