ক্রাইম রিপোর্টার জসিম হোসেন ঝিনাইদহ।
প্রাথমিকের বই বিতরণের সময়, ঝিনাইদহে সাবেক প্রধানমন্ত্রী, শেখ হাসিনার ছবি সহ, ব্যানার ব্যবহার করায়, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবী করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে, সদরের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সেলিনা বেগমের এর বিরুদ্ধে, মানববন্ধন করে এলাকাবাসী। অভিযোগ করেন, বই বিতরণের সময়, শেখ হাসিনার ছবি সহ ব্যানার ব্যবহার করে, ফ্যাসিজম কে সর্ম্থন দিয়েছেন তিনি। এর আগে আওয়ামী লীগের আমলে, সেলিনা বেগমের এর বিরুদ্ধে, বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে, তাই অচিরেই তার পদত্যাগ দাবী করেন, স্হানীয়রা।