দেবাশীষ মজুমদার : দোকান মালিক সমিতির উদ্যোগে আজ দুপুর ১২ টা থেকে বিকাল ২ ঘটিকা পর্যন্ত ২ ঘন্টা সকল ব্যাবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রেখে মানবন্ধনের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশন, নবাবপুর দোকান মালিক সমিতি, বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারিজ এসোসিয়েশনসহ দেশের সকল ব্যবসায়িক ট্রেড এসোসিয়েশনসমূহের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি ছিল ব্যবসায়ীদের সম্মিলিত কণ্ঠস্বর।
বৈষম্যমূলক ভ্যাট ব্যবস্থা এবং সাম্প্রতিক কালে সরকার কর্তৃক চাপিয়ে দেওয়া অযৌক্তিক ভ্যাট আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন শুধু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার নয়, বরং বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ের অস্তিত্ব রক্ষার লড়াই বলে দাবি করেন নবাবপুর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক।
ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। সরকারের নীতিনির্ধারকদের স্পষ্ট বার্তা দিতে চাই — বৈষম্যমূলক নীতিমালা আর নয়। ব্যবসা-বাণিজ্য ধ্বংস করে দেওয়া কোনো ভ্যাট কাঠামো আমরা মেনে নেব না, বলে দাবি করেন বাংলাদেশ ইলেকট্রিক এসোসিয়েশন
বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হলো দেশের লাখ লাখ ব্যবসায়ী। তাদের কণ্ঠস্বরই দেশের প্রকৃত উন্নয়নের পথ দেখাবে।
সবাইকে আহ্বান জানাই — আসুন, এক কাতারে দাঁড়াই। ব্যবসা বাঁচলে দেশ বাঁচবে।