1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
ব্রাহ্মণবাড়িয়ায় ইনসানিয়াত বিপ্লবের জনসভা অনুষ্ঠিত। - Bikal barta
৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| বিকাল ৫:৫৫|
সংবাদ শিরোনামঃ
ভাঙ্গায় বিএনপি’র সাবেক সভাপতি বিরুদ্ধে সংবাদ সম্মেলন কৃষক দল সভাপতির শ্রীপুরে এক কৃষকের ২টি গরু চুরি। দরিদ্র পরিবারের চতুর্থ শ্রেণীর ছা‌ত্রের হার্টে চিকিৎসায় এগিয়ে আসুন,, গেন্ডারিয়া থানা ৪৬ নং যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে আজ।  সিলেট সীমান্তে কোটি টাকার চোরাইপণ্য আটক  সিলেটের আল-হামরায় স্বর্ণ চুরি : কুমিল্লা থেকে স্বর্ণালংকার উদ্ধার, আটক ৩ নিয়ামতপুরে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  ডুমুরিয়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ঢাকা থেকে নিখোঁজ হওয়া কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার, র‍্যাব হেফাজতে  পাইকগাছার গদাইপুরের গর্ভস্থ পানি পাইপ লাইনের মাধ্যমে পৌরসভায় সরবরাহের বিরোধ নিয়ে আলোচনা।

ব্রাহ্মণবাড়িয়ায় ইনসানিয়াত বিপ্লবের জনসভা অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় শনিবার, জানুয়ারি ৪, ২০২৫,
  • 257 জন দেখেছেন

 

মোঃ আল আমিন স্টাফ রিপোর্টারঃ

একক ধর্মবাদি ও একক জাতিবাদি স্বৈররাজনীতির বিনাশ থেকে জীবন-দেশ-ধর্ম রক্ষায় মানবতার রাজনীতির উদয়, ইনসানিয়াত বিপ্লবের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়, গোষ্ঠীবাদি রাজনীতি সত্য ও মানবতার মৃত্যু। মানবতার রাজনীতি সত্য ও মানবতার অস্তিত্ব।

আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর কলেজ ময়দানে অনুষ্ঠিত এ বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য হাদিস বিশারদ ও তফসির কারক এবং ইসলামের প্রেমময় মানবিক মূল দর্শনের দিকপাল আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ । জনসভায় সভাপতিত্ব ও মূল বক্তব্য রাখেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। বিশেষ অতিথি হিসেবে জনসভায় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব শেখ রায়হান রাহবার ও কেন্দ্রিয় নেতা আরেফ সারতাজ, আবু আবরার চিত্তি, আহমদ শাহ মোর্শেদ, এমদাদ সায়ীফ, ইলিয়াস শাহ্, শেখ নয়ীমুদ্দীন, শেখ হানিফ, রেজাউল কাওসার, আব্দুল আওয়াল, মাঈনউদ্দিন টিটু, মিজানুর রহমান আখন্দ প্রমুখ।

জনসভায় মূল বক্তা ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, বর্তমান দুনিয়ায় চলমান একক ধর্মের নামে ও একক বস্তুবাদি জাতীয়তাবাদি একক গোষ্ঠীর স্বৈররাজনীতি সমগ্র মানবমন্ডলীকে আত্মিক-রাজনৈতিক-অর্থনৈতিক সব দিকে ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, মানবতার রাজনীতির শূন্যতায় মানবতাবিরুদ্ধ একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি মানবজীবনকে রক্তের সাগরে ভাসিয়ে দিয়েছে এবং সব রাষ্ট্র ও সারা দুনিয়াকে মানবজীবনের বিরুদ্ধে কারাগার কসাইখানায় পরিনত করেছে। মানবতার রাজনীতির উদয়কে চলমান একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির বিণাশ থেকে নিকট ইতিহাসে মানবজীবনের মুক্তির ঐতিহাসিক ও যুগান্তকারী বিপ্লব উল্লেখ করে তিনি বলেন, একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির খুন-জুলুম-রুদ্ধতা-পাশবতা-অধিকারহরণ -রাষ্ট্রীয়সন্ত্রাস ও স্বৈরদস্যুতার ধ্বংসযজ্ঞ থেকে সমগ্র মানবমন্ডলীকে উদ্ধার ও রক্ষার অপরিহার্য অবিকল্প প্রয়োজনেই দয়াময় আল্লাহ ও তাঁর মহান রাসুল প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশেষ করুনাধারা হিসেবে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব World humanity revolution এর মাধ্যমে জীবনের প্রাকৃতিক রাজনীতি মানবতার রাজনীতির উদয় হয়েছে।

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি জীবন-রাষ্ট্র-ধর্ম ও মানবাধিকারের বিরুদ্ধে ধ্বংসাত্মক উল্লেখ করে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, দেশে একক সাম্প্রদায়িক জঙ্গীবাদি হিংস্র অপরাজনীতির ধারা ও একক বস্তুবাদি জাতীয়তাবাদি উগ্রবাদি পাশবিক অপরাজনীতির ধ্বংসাত্মক ধারায় রাষ্ট্র জবরদখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি বলেন, আমরা সব ধর্ম ও সব মত পথ আদর্শের সব মানবিক মানুষ সব মানুষের মালিকানা ভিত্তিক ও একক গোষ্ঠীবাদি স্বৈরদস্যুতামুক্ত

সর্বজনীন মানবতার রাষ্ট্রের লক্ষ্যে সব মানুষের অধিকার ভিত্তিক মানবতার রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ না হলে ধর্মের নামে ধর্ম ধ্বংসাত্মক গণতন্ত্র ধ্বংসাত্মক অপশক্তির জবর দখলে দেশ ও

জীবন ধ্বংস হয়ে যাবে।

সব ধর্ম,সব মানুষের রাষ্ট্র ও সব মানুষের জীবনের স্বাধীনতা পুনরুদ্ধার ও রক্ষায় এবং প্রহসনের নির্বাচন থেকে রাষ্ট্র ও গণতন্ত্র এবং নাগরিকত্ব রক্ষায় জীবন ও মানবতায় বিশ্বাসী সব মানুষকে

মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতির ধারায় ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানান ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!