মোঃ আল আমিন স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়া সদর মাছিহাতা মডেল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার (২৩ মার্চ) চান্দপুর তমিজ উদদীন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিটি অনুষ্ঠিত হয়।
মাছিহাতা ইউনিয়ন বিএনপি উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচি মোল্লা (জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য)
জহিরুল হক ( জেলা বিএনপির আহ্বায় কমিটির সদস্য) নুরুল খোদা জেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক। আশরাফ আহমেদ জায়েদা ফাউন্ডেশন কাছাইট। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক শাহীন আলম। সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক খোকন আহমেদ। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ক্রিয়া বিষয়ক সম্পাদক আমানুল হক জীবন। এছাড়াও উপস্থিত ছিলেন মাছিহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি সাঈদ খন্দকার। সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। যুবদলের সভাপতি নোমান খান সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের সকল সদস্যবৃন্দ ও অত্র ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, মানুষকে নিয়ে আগামীদিনে আমাদের ভোটের রাজনীতি করতে হবে। মানুষদের সাথে এমন কোন আচরণ করা যাবেনা বিএনপির ইমেজ নষ্ট হয়।
তিনি বলেন, আজকের ইফতার মাহফিলে সব নেতাকর্মীরা একত্রিত হয়েছি বলছি আমরা যেন জনগণ থেকে বিচ্ছিন্ন না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।