রূপচাঁন গোস্বামী, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সমর্থক কাউসার আহমেদকে ১০ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের বঙ্গবন্ধু স্কয়ারের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জমশেদ আলম এ জরিমানা করেন।
কাউসার শিমরাইলকান্দি এলাকার আবু তাহেরের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জমশেদ আলম বলেন, রাত ৮টার পরে নৌকা প্রার্থীর সমর্থক শহরের বঙ্গবন্ধু স্কয়ারে গান বাজাচ্ছিলেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তা বন্ধ করা হয়। এসময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এ কার্যক্রম নির্বাচনের আগ পর্যন্ত অব্যাহত থাকবে।