রূপচাঁন গোস্বামী, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সমর্থক কাউসার আহমেদকে ১০ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের বঙ্গবন্ধু স্কয়ারের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জমশেদ আলম এ জরিমানা করেন।
কাউসার শিমরাইলকান্দি এলাকার আবু তাহেরের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জমশেদ আলম বলেন, রাত ৮টার পরে নৌকা প্রার্থীর সমর্থক শহরের বঙ্গবন্ধু স্কয়ারে গান বাজাচ্ছিলেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তা বন্ধ করা হয়। এসময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এ কার্যক্রম নির্বাচনের আগ পর্যন্ত অব্যাহত থাকবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ