মহসিন আলম মুহিন
অনেক দিনের অনেক আশা,
যায়না বলা, হারিয়ে যায় ভাষা।
মন বাগানে ফোটেনা আর ফুল,
শুরুতেই শেষ-সব কিছু ভণ্ডুল।।
আশা ছিলো করবো ভালোবাসা,
হেথায় মন্দ ভাগ্য-মিললো ভাঙাবাসা।
পাইনা কিনারা, পাইনা কোন কূল,
হিসাব ছিল ভুল-সব হলো ভণ্ডুল।।
ব্যবসাতে খোঁয়া গেলো বড় মূলধন,
লোকসানের পাল্লা-ভারী যে ভীষণ।
থামলো গতি-চলে না আর একচুল,
ব্যর্থতায় এলোমেলো সব কিছু ভণ্ডুল।।
নামী হবো, দাম পাবো, মানবে সবাই,
সেখানে লেগে গেলো শুধুই কাই কাই।
মানে না কেউ, অবহেলা-বোঝে সবাই ভুল,
এভাবেই পণ্ড হলো, সব হলো ভণ্ডুল।।
কি যে করি, ভেবে মরি, ভাবি শুধুই ভাবি,
কেমন করে এঁকেছিলাম, স্বপ্নে দামী ছবি।
আজ চক্ষু মেলে দেখি-সবই নয় নির্ভুল,
আফসোস, হেরে গেলাম-সব কিছু ভণ্ডুল।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
উপজেলাঃ-চৌহালী
জেলাঃ-সিরাজগঞ্জ
বিভাগঃ-রাজশাহী
দেশঃ-বাংলাদেশ
মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯