মহসিন আলম মুহিন
অনেক দিনের অনেক আশা,
যায়না বলা, হারিয়ে যায় ভাষা।
মন বাগানে ফোটেনা আর ফুল,
শুরুতেই শেষ-সব কিছু ভণ্ডুল।।
আশা ছিলো করবো ভালোবাসা,
হেথায় মন্দ ভাগ্য-মিললো ভাঙাবাসা।
পাইনা কিনারা, পাইনা কোন কূল,
হিসাব ছিল ভুল-সব হলো ভণ্ডুল।।
ব্যবসাতে খোঁয়া গেলো বড় মূলধন,
লোকসানের পাল্লা-ভারী যে ভীষণ।
থামলো গতি-চলে না আর একচুল,
ব্যর্থতায় এলোমেলো সব কিছু ভণ্ডুল।।
নামী হবো, দাম পাবো, মানবে সবাই,
সেখানে লেগে গেলো শুধুই কাই কাই।
মানে না কেউ, অবহেলা-বোঝে সবাই ভুল,
এভাবেই পণ্ড হলো, সব হলো ভণ্ডুল।।
কি যে করি, ভেবে মরি, ভাবি শুধুই ভাবি,
কেমন করে এঁকেছিলাম, স্বপ্নে দামী ছবি।
আজ চক্ষু মেলে দেখি-সবই নয় নির্ভুল,
আফসোস, হেরে গেলাম-সব কিছু ভণ্ডুল।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
উপজেলাঃ-চৌহালী
জেলাঃ-সিরাজগঞ্জ
বিভাগঃ-রাজশাহী
দেশঃ-বাংলাদেশ
মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ