স্টাফ রিপোর্টার (দ্বীপক চন্দ্র সরকার): ময়মনসিংহ রেঞ্জ আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতা ২০২৪ এর ফাইনাল খেলা জামালপুর পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৭ ফেব্রুয়ারি) জামালপুর পুলিশ লাইন্স মাঠে ময়মনসিংহ রেঞ্জ আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ এ মুখোমুখি হয় নেত্রকোণা জেলা পুলিশ দল বনাম ময়মনসিংহ জেলা পুলিশ দল। রুদ্ধশ্বাস ম্যাচে ময়মনসিংহ জেলা পুলিশ দলকে ২—১ সেটে পরাজিত করে টানা দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নেত্রকোণা জেলা পুলিশ দল। নেত্রকোণা জেলা পুলিশ ভলিবল দল ময়মনসিংহ জেলা পুলিশ দলকে পরাজিত করে জয় লাভ করায় নেত্রকোণা জেলা পুলিশের সকল সদস্যের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। নেত্রকোণা জেলা পুলিশের বিজয় নিয়ে জেলার সচেতন মহল গর্ববোধ করেন।