মোঃ সুমন মোল্লা ভাংগা প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় ও
মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি এবং সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার, বি এম কুদরত এ-খুদার সভাপতিত্বে ভাঙ্গা পৌরসভাধীন কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃজালাল উদ্দিন
, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ,ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো: খাইরুল আনাম, , মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এবং সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ভোরে উপজেলা পরিষদ শহীদ মিনার ও মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠন বীর শহীদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।