স্টাফ রিপোর্ট ।
কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর পুলিশের গুলি না চালানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট করার দাবি জানিয়ে দেশজুড়ে আলোচনায় এসেছেন আইনজীবী মানজুর আল মাতিন।আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর যৌথ বাহিনীর চড়াও হওয়ার পর "ঘরে বসে থাকার সুযোগ নেই বলে,মন্তব্য করে আন্দোলনকারী শিক্ষার্থীদের মন জয় করে নেন এই আইনজীবী।সামাজিক যোগাযোগ মাধ্যমে মানজুর আল মতিনের সাম্প্রতিক বক্তব্যগুলো রীতিমতো ভাইরাল।
এক দর্শক মন্তব্য করেছেন, “চ্যানেল ২৪ এর নিউজ উপস্থাপক হিসেবে আপনাকে দেখেছি। আজ জানলাম আপনি একজন আইনজীবীও বটে। আপনার সাহসিকতা ও স্পষ্টবাদীতায় সত্যিই মুগ্ধ।অন্য একজন লিখেছেন, “মিডিয়া কর্মী হিসেবে আপনাকে জানতাম। আজ দেখলাম নতুন রূপে, সাহসী আইনজীবী হিসেবে।তিনি বাংলা সিনেমার মত দেশের প্রয়োজনে আইনজীবীদের কোট পরে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন।মানজুর আল মতিনের পৈতৃক বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামে। তিনি আপিল বিভাগের সাবেক বিচারপতি মরহুম আব্দুল মতিনের ছেলে। ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন।
মানজুর বর্তমানে প্রখ্যাত দেওয়ানি আইন ও রিট বিশেষজ্ঞ অ্যাডভোকেট প্রবীর নিয়োগীর জুনিয়র হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এ সংবাদ পাঠ ও টকশো উপস্থাপনা করেন। তার স্ত্রী একজন চিকিৎসক এবং তাদের ১২ বছর বয়সী একটি সন্তান রয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ