মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর)-প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের অভিযানে অবৈধভাবে জনৈক ভেকু মাটি কাটার দায়ে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
উপজেলার নির্বাহী কর্মকর্তার মোঃ মিজানুর রহমান এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করেন।
শুক্রবার ১৬ এপ্রিল সকালে ১০টার দিকে ভাঙ্গা উপজেলার সহকারি কমিশনার ভূমি মিশকাতুল জান্নাত রাবেয়া।
আটককৃত হলেন,
এ বিষয় ভাঙ্গা সরকারি কমিশনার ভূমি মিশকাতুল জান্নাত রাবেয়া জানান, ভাঙ্গায় বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি সরকারি জায়গা ও কৃষি জমি নষ্ট করে এলাকায় থেকে মাটি কেটে বিক্রি করছে এসব অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করি,এবং অভিযানে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের একজনকে আটক করে ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।