ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় হাইকোর্টে মামলা চলমান থাকার পরেও অবৈধ ভাবে পাকা স্থাপননা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের মোহাম্মদ উল্লাহ গং ও আব্দুল লতিফ গংদের সাথে।
অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার আলগী ইউনিয়নের মাঝারদিয়া এলাকার মোহাম্মদ উল্লাহ গংদের সাথে আব্দুল লতিফ শেখ গংদের সাথে দীর্ঘদিন যাবত জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। ৩৮ নং চন্ডিদাসদী মৌজার আর.এস ৮৫ নং খতিয়ানের ১৩৩,৩৪ ও ৩৫ ও বি.এস খতিয়ানে ১৫৮৯,৯০ ও ৯১ এর মোট ১ একর ৯ শতাংশ পৈত্রিক সম্পত্তির নিয়ে জমি বাটোয়ারা মামলা চলমান রয়েছে। এ নিয়ে নিম্ন আদালতে মামলা চলে এতে মোহাম্মদ উল্লাহ গং রায় পায়। পরবর্তীতে মো. আব্দুল লতিফ শেখ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপিল করেন। যা চলমান রয়েছে। এই জমির ৩৫ শতাংশ জমি নিয়ে মামলা চলমান থাকা সত্ত্বেও প্রভাবশালী প্রতিপক্ষ আব্দুল লতিফ শেখ গং অবৈধ ভাবে পাকা বাড়ি স্থাপনা নির্মান করছেন।
এই বিষয়ে মো. আব্দুল লতিফ শেখ বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে হাইকোর্টের সুপ্রিম কোর্টে মামলা চলমান রয়েছে। মামলায় যারা রায় পাবে তারা জমি খাবে । তবে আমি আমার পৈত্রিক সম্পত্তির উপর ঘর নির্মাণ করছি। আমার থাকার অবস্থা নেই তাই একটা ঘর নির্মাণ করতেছি।
এই বিষয়ে মোহাম্মদ উল্লাহ বলেন, আমাদের সাথে মো. আব্দুল লতিফ সেকের সাথে জমিসংক্রান্ত বিরোধ চলছে এ নিয়ে আমারা নিম্ন আদালতে ২ টি ডিগ্রি পাই। এখন সে উচ্চ আদালতে আপিল করেছে। যেহেতু মামলা চলমান রয়েছে। যেহেতু মামলা চলমান সেহেতু সে এই জমিতে কোন বাড়ি স্থাপনা নির্মান করতে পারে না কিন্তু সে অবৈধ ভাবে পাকা স্থাপনা নির্মান ও অপরদিকে জমি থেকে মাটি কেটে নিচ্ছে। আমি চাই জমিতে যেন কোন স্থাপনা নির্মান না করা হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ