মোঃ সুমন মোল্লা
ভাংগা প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব সদরদী আশ্রয়াণ প্রকল্পের হতদরিদ্র ও বিশেষ চাহিদা সম্পূর্ণ ৫০ জনের মধ্যে আয়াতুন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বস্ত্র বিতরণ করা হয়।
জানা যায়, সম্পূর্ণ অরাজনৈতিক অলাভজনক সেবা প্রতিষ্ঠান আয়াতুন নেসা। এরা বিভিন্ন সময়ে অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করে। এছাড়াও সরকারের দেওয়া ভাঙ্গা উপজেলায় পূর্ব সদরদী আশ্রয়াণ প্রকল্পের হতদরিদ্র শিক্ষার্থীদের জন্য ফ্রি ইসলামিক শিক্ষার জন্য মক্তব চালু করেছে।
আয়াতুন নেসা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাকিব হাসান হায়দারে নিজস্ব অর্থায়নে পূর্ব সদরদী আশ্রয়াণ প্রকল্পের হতদরিদ্র ও বিশেষ চাহিদার মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
মুফতি মোস্তফা কামাল খন্দকারের সঞ্চালনায় ও আয়াতুন নেসা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাকিব হাসান হয়দারের পিতা আলহাজ্ব মো. হালিম মাতুব্বরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চুমুরদী ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান ঝর্ণা বেগমে, হাফেজ হাচিবুর রহমান, হযরত মাওলানা আশরাফুল ইসলাম, আসাদ খালাসী, শহীদ খান, সাংবাদিক অলিউর রহমান ও সাংবাদিক সোহাগ মাতুব্বর।