মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় ৬শত গ্রাম গাঁজা সহ ৪ মাদক কারবারিকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। সোমবার (২৮অক্টোবর)দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া গ্রামের নুর আলম মৃধার ছেলে মোঃ শামীম মৃধা, একই এলাকার জোবায়েত মিয়ার ছেলে জাহিদুল ওরফে মিরাজ (২২), নশর আলী শেখের ছেলে সালমান শেখ (২০), উপজেলার তারাইল গ্রামের শেখের ছেলে আহাদ শেখ (১৯),
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান (পিপিএম) জানান, সোমবার দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া গ্রামের হাইওয়ে সার্ভিস রোডের উত্তর পাশে কাশ বনের ভিতরে অবৈধ মাদকদ্রব্য পাচারকালে ৪ জনের
দেহ তল্লাশি করে ৬ শত গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। মাদক কারবারিরা পলিথিন মোড়ানোর ব্যাগে সাদা কসটেপ দিয়ে বেঁধে রাখার গাঁজা বহন করছিল।
এসময় ভাংগা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাত্রে ডিউটি করা কালীন এলাকার অভিযান পরিচালনা করে গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদু্র রহমান জানান, আসামিদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।সোমবার দুপুরে তাদের ফরিদপুর জেল আদালতে প্রেরণ করা হয়েছে।এবং মাদকের এ বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ