মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।এরা হলেন, আলগী ইউনিয়নে গ্রামের শাজাহান ভুইয়া ছেলে মোঃ কাওসার ভূঁইয়া, এমপি নিক্সন চৌধুরী সমর্থন)
আজিমনগর ইউনিয়নের ঈশ্বরদী তারাইল গ্রামের এরফান উদ্দিন মাতুব্বর ছেলে মোকলেসুর রহমান( সুমন) কাজী জাফ উল্লাহর সমর্থন করেন।ও লোপা রহমান, মোকলেসুর রহমান( সুমন)
(স্ত্রী)
পৌরসভা চন্ডিদাসদী সোনাখোলা গ্রামের দেলালদ্দিন মিয়া ছেলে মোঃ শহিদুল ইসলাম,
ভাংগা পৌরসভা খাঁন বাড়ি চরমুক ডোবা গ্রামের মোফাজ্জেল হোসেন ছেলে মাইনুল ইসলাম খাঁন,
মহিলা ভাইস চেয়ারম্যান পদে-প্রার্থী ৪ জন, এরা হলেন, মঞ্জুয়ারা ইয়াসমিন (এমপি নিক্সন সমর্থক), বেগম নুরুন্নাহার মায়া, সোনিয়া আক্তার ও সালমা বেগম। তথ্য নিশ্চিত করেন ভাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার হাসেন উদ্দিন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে- ৬ জন এরা হচ্ছে- সাবেক অধ্যক্ষ কে এম কলেজ এবিএম ইব্রাহিম খলিল, (কাজী জাফর উল্লাহ সমর্থক), মেহেদী পারভেজ চন্দন, মোঃ মিরাজ শিকদার, আবুল ফয়সাল মোল্লা, মোঃ গোলাম রাসেল রাতুল ও ফিরোজ হাওলাদার।
ভাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার হাসেন উদ্দিন জানান, ভাঙ্গা উপজেলায় ৯৯ টি কেন্দ্রে ৫৯৮টি বুথ থাকবে ও মোট পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ২২ হাজার বারোটি, মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার ২৩ টি, হিজলা ভোটার সংখ্যা তিনটি, মোট ভোটার সংখ্যা-২ লক্ষ ৩৬ হাজার ৩৮ টি। আগামী ২৯ মে, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।