ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের ছিলাধরচর গ্রাম হতে শুক্রবার বিকালে মালয়েশিয়া প্রবাসী ইমরান খানের স্ত্রী রোকসানা বেগমের (৩০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৪ কন্যা সন্তানের জননী রোকসানা বেগম তার আগের স্বামী রবিউল ইসলামকে তালাক দিয়ে গত দুই মাস আগে মোবাইল ফোনে মালয়েশিয়া প্রবাসী ইমরান খানকে বিবাহ করে ভাড়া বাসায় থাকতেন।
উপজেলা আলগী ইউনিয়নের মুন্সীকান্দা গ্রামের আক্কাছ সরদারে মেয়ে।
থানার উপ পরিদর্শক আফজাল হোসেন জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করে একটি ফ্লাটের শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রোকসানা বেগমের লাশ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রোকসানার আগের স্বামী রবিউল ইসলামের ঘরে তাদের চারটি ছোট ছোট কন্যা সন্তান রয়েছে। সম্প্রতি আগের স্বামীকে তালাক দিয়ে সে মালয়েশিয়া এক প্রবাসী ইমরান খান নামের এক ব্যক্তিকে বিবাহ করে ভাড়া বাসায় তিনি থাকতেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ