মোঃ রিপন শেখ বিশেষ প্রতিনিধি।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামে ফসলে জমি থেকে বেকুর দিয়ে মাটির খনন করা হচ্ছে। এবং ড্রেম ট্রাক ফসলে জমির উপর দিয়ে যাতায়াতে রাস্তার তৈরি করেছে এবিষয় বাধা দিলে প্রবাশালীরা মারধর করতে আসে ।এমন একটি অভিযোগ পাওয়া গেছে। যে দীর্ঘদিন যাবত অবৈধ মাটির বেকুর দিয়ে খনন করে মাটি বিক্রয় করা হচ্ছে।
এলাকার অভিযোগে সুএে জানায় যায়, আমি সহ আমার পরিবারের লোকজন ঢাকায় আমরা বসবাস করি,।আমরা মাঝে মধ্যে গ্রাম বাড়ীর জমিতে থাকা গাছ পালা ও আমার বসত ঘর মাঝ মধ্যে দেখা জন্য বাড়ি আসি।সংবাদ পেয়ে আমি ঢাকা থেকে ছুটে আসি এসে দেখি শেখপুরা আসামীর তাহাদের জমির থেকে বেকুর দিয়ে মাটি খনন করে ড্রেম ট্রাক করে মাটিব বিভিন্ন স্হানে বিক্রয় করা জন্য আমার জমির উপর দিয়ে গাড়ি যাতায়াত করিতেছে।আমার জমিতে থাকা ষরন্ত আম গাছ গুলো কেটে ফেলেছে। দেলোয়ার দেওয়ান (৫৫) সোনাই দেওয়ান (৫৮)তিনি বেকুব দিয়ে মাটির খনন করেন।
এবং আমার জমির উপর দিয়ে ট্রাক যাতায়াতে নিষেধ করা সহ বাধা দিতে গেলে আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজ সহ আমাকে মারতে আসে। এবং আমাকে হুমকি দিয়া বলে এই বিষয়টি নিয়ে বেশী বারাবাড়ি করিলে তোকে জীবনে শেষ করিয়া ফেলবো। ট্রাক যাতায়াতের জন্য আমার জমির সহ জমির পাশে থাকা ইটের রাস্তার ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ