মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি।
ফরিদপুর- বরিশাল মহাসড়কের ভাঙ্গার পুকুরিয়া বাসস্ট্যান্ড ও নগরকান্দা ও ভাঙ্গা সংলগ্ন এলাকায় গোল্ডেন লাইন বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ১৫ জন যাত্রী আহত হয়েছে।( ৫ জুলাই) শুক্রবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনায় পিকআপের চালক ও সহকারী ঘটনা স্থলেই নিহত হয়েছে। বাসটি পিকআপকে চাপা দেওয়ার কারণে পিকআপের ভেতরে চালক মৃত অবস্থায় এখনো আটকা পড়ে আছে ।
নিহতরা হলেন,পিকআপের চালক রাজু (৩০)পিতা মৃত আফাই প্রাং গ্রাম – নাজিমপুর থানা-পাবনা সদর,জেলা- পাবনা ও হেলপার সুমন (২৯) একই গ্রামের বাসিন্দা। উদ্ধার কাজে ঘটনা স্থলে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ একত্রে কাজ করছে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী জানান, দুপুরে ফরিদপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটা বাস ও ফরিদপুর গামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয় । এ সময় বাস ও পিকাআপের সামনের অংশ সম্পূর্ণ দূমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার সময় বাস- পিকআপ ছিটকে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। এঘটনায় ভাঙ্গা অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। নিহতদের পরিচয় পাওয়ার জন্য আমরা কাজ করছি।