ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস '২০২৪ উদযাপন উপলক্ষে জয়িতা সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানটি বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডুর সঞ্চালনায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হাচেন উদ্দিন,ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা:তানভীর আহমেদ জোবায়ের, জয়িতা পুরস্কারপ্রাপ্ত রেখা বেগম, শিবানী দাস, সোনিয়া আক্তার প্রমুখ। অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন সফল নারীকে সম্মাননা প্রদান করা হয়। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে রেখা বেগম, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে সোনিয়া আক্তার ,সফল জননী নারী ক্যাটাগরিতে শিবানী দাস, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী ক্যাটাগরিতে ময়না এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী ক্যাটাগরিতে সামরতবান কে সম্মাননা ক্রেস্ট, ফুলের তোড়া এবং সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ