মোঃ রিপন শেখ# ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরে ভাঙ্গায় ৬ কেজি গাঁজা সহ স্বামী স্ত্রী দুই মাদক কারবারি কে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। রবিবার (১০ নভেম্বর)দিবাগত রাত ১১টার সময় ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ খাঁকান্দা গ্রামের মাসুদ শেখের এর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের কে আটক করা হয়।
ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের শেখ জানায়, ভাঙ্গা থানার একদল পুলিশ রবিবার (১০)নভেম্বর দিবাগত রাত ১১ টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের খাঁকান্দা গ্রামের মাসুদ শেখের বাড়িতে অভিযান চালায় ।ঐ বাড়িতে দীর্ঘদিন যাবত মাদক কারবারি স্বামী স্ত্রী এক সঙ্গে মিলে গাঁজা বিক্রি করে আসছিল। গোপন সংবাদ ভিত্তিতে রবিবার রাতে তাদেরকে আটক করা হয়েছে।
আটকৃতরা হল, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাহারা গ্রামের মৃত তফসির খানের ছেলে কামাল খাঁন (৪৫) এবং কামাল খানের স্ত্রী তাসলিমা বেগম( ৩৫)।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোকছেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ৬ কেজি গাঁজা সহ এক মহিলা সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদেরকে সোমবার দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ