মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ভাঙ্গায় মাটিবাহী ড্রাম ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সাব্বির আলী (১৭)নামে এক কলেজ ছাত্র ঘটনাস্থলে নিহত হয় এবং তার মা মিম বেগম (৫২)শাহ আলমের স্ত্রী গুরুতর আহত হয়েছেন।সংবাদ পেয়ে ভাঙ্গা থানার পুলিশ ও শিবচরের হাইওয়ে পুলিশ ঘটনা স্থলে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে তাঁকে ভর্তি করেন।
নিহত কলেজ ছাত্র সাব্বির আলী ভাঙ্গা সরকারি কে এম কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।
ঘটনাটি ঘটে রবিবার (২৩মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা -ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া নামক স্থানের সার্ভিস রোডে এই দুর্ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় স্থানীয় এলাকার বিক্ষুব্ধ জনতা মাটিবাহী ড্রাম ট্রাকটিতে এসময় আগুন লাগিয়ে দেয়।পরে সংবাদ পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
শিবচর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক তমাল সরকার জানান, মোটরসাইকেলযোগে মা ও ছেলে ভাঙ্গা উপজেলার মালিগ্রামের এঁরা ঈদের কেনাকাটার করা জন্য এ দিকে যাচ্ছিল। সলিলদিয়া নামক স্থানে মোটরসাইকেলটি সার্ভিস রোডে ওঠার সময় মাটি ভর্তি ড্রাম ট্রাক এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সাব্বির আলী ঘটনা স্থলে নিহত এবং তার মা মিম বেগম আহত হয়।
পরে উত্তেজিত জনতা ড্রাম ট্র্যাকটিতে আগুন ধরিয়ে দেয়। চালক পলাতক।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।