ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় আদালতের দেয়া ১৪৪ ধারার আদেশ ভেঙে জমি জবরদখল করে বাঁশ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। একই সাথে বিবাদমান জমিতে থাকা টিনের বেড়া ভেঙে ফেলা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শনিবার দুপুরে এই ঘটনার খবর পেয়ে পৌরসভার নুরপুর(২নং ওয়ার্ড) গ্রামে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
ভুক্তভোগী ওই গ্রামের মোরশেদ মোল্লা অভিযোগ করে বলেন, বিবাদমান জমি নিয়ে আদালতে মামলা চলছে। আদালত ১৪৪ ধারা জারি করেছেন।
কিন্তু প্রতিপক্ষরা আদালতের আদেশ অমান্য করে এবং ১৪৪ ধারা ভঙ্গ করে প্রতিপক্ষ মৃত জাহাঙ্গীর মোল্লার দুই ছেলে রাসেল মোল্লা ওরফে পাউচা মোল্লা এবং সোহেল মোল্লা, মৃত শাহ আলম মোল্লার ছেলে সবুজ মোল্লা ভাড়াটে লোকজন নিয়ে আমার জমিতে অনধিকার প্রবেশ করে বাঁশ গাছ সহ কিছু ফল গাছ কেটে ফেলেছে এবং আমার জমিতে থাকা টিনের বেড়া ভেঙে ফেলে বল প্রয়োগ করে জমি জবরদখল করেছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ভাঙ্গা উপজেলার ৩৬ নং নুরপুর মৌজার বিএস ৩৭৪ খতিয়ানের, বিএস দাগ নং-৯ এর ৮ শতাংশ জমি নিয়ে মোরশেদ মোল্লার সঙ্গে প্রতিবেশী রাসেল মোল্লার দীর্ঘদিন যাবত ঝামেলা চলছে।
উভয় পক্ষই বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হন। এর প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার প্রদত্ত ক্ষমতা বলে উভয় পক্ষকেই বিপদে মান জমিতে প্রবেশে বারিত করে আদেশ দেন। অমীমাংসিত বিষয়টি এখনো আদালতে বিচারাধীন রয়েছে।
এ বিষয়ে রাসেল মোল্লার সাথে কথা বললে তিনি জানান,আদালত ১৪৪ ধারা জারি করেছেন। সেই রায় আমাকে দিয়েছে আমি আমার জায়গা থেকে গাছ কেটেছি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ