মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ভাঙ্গায় ৬ কেজি গাঁজাসহ শেখ জনিফ ওরফে জনি (৪২) নামক এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শুক্রবার রাত ৯ টার দিকে ভাঙ্গা পৌরসভার বিশ্বরোড গোলচত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট ৬ কেজি গাঁজা পাওয়া যায়। তার বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বড়বাগ গ্রামে বাসিন্দা। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে শনিবার (২৫ জানুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গা থানায় একটি মামলা করেছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোকছেদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদক কারবারিকে আমরা আটক করি। এ সময় একটি ট্রাভেল ব্যাগে ৩ টি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ২ কেজি করে মোট ৬ কেজি গাঁজা পাওয়া যায়।