ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় পুখুরিয়া রেলস্টেশনে মধুমতি এক্সপ্রেস ট্রেন না থামানোর ঘোষণায় শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে রেলস্টেশনে বিক্ষোভ ও রেল অবরোধ করার ঘটনা ঘটেছে। এতে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর মধুমতী এক্সপ্রেস পুখুরিয়া রেলস্টেশনে আধা ঘণ্টার বেশি সময় আটকে থাকে অভিযোগ পাওয়া গেছে। এরপর সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধকারীরা তাদের অবরোধ তুলে নেয়।রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ভাঙ্গা উপজেলার মানিকদহ্ ইউনিয়নের পুখুরিয়া রেলস্টেশনে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, পদ্মা সেতুর উপর দিয়ে রেল চলাচল শুরুর পর রাজশাহী থেকে মধুমতি ট্রেনটি ঢাকা পর্যন্ত চলাচল করে। এতদিন ভাঙ্গায় দুটি স্টেশন ছিল। গত ১৭ জানুয়ারি শুক্রবার রেল কর্তৃপক্ষ এক ঘোষণায় সারা দেশের দুটি স্টেশনে রবিবার (১৯ জানুয়ারি) থেকে আন্তনগর ট্রেন না থামার ঘোষণা করে। এর মধ্যে ভাঙ্গার পুখুরিয়া রেল স্টেশন রয়েছে। সেই হিসেবে মধুমতি এক্সপ্রেস ১৯ জানুয়ারি রবিবার থেকে ভাঙ্গার পুখুরিয়া রেল স্টেশনে না থামার কথা। এ ঘোষণার পর বিক্ষুব্ধ হয়ে উঠে এলাকাবাসী। তারা প্রথম দিনেই দাবী আদায়ের জন্য আন্দোলনের ঘোষণা দেয়। এলাকাবাসীর সাথে একাত্মতা ঘোষণা করেন পুখুরিয়া রেল স্টেশনের পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দুপুর ১২টা বাজতেই এলাকাবাসী ও শিক্ষার্থীসহ হাজার খানেক লোকজন জড়ো হয় রেল স্টেশনে। তারা লাল পতাকা টানিয়ে রেল লাইনের উপর অবস্থান করে। পুখুরিয়া স্টেশনে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস দুপুর ১২টা ২০ মিনিটে এসে পৌছানোর কথা। রবিবার ট্রেনটি বিলম্ব করে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে পুুখুরিয়া স্টেশন অতিক্রম করতে গেলে অবরোধকারীরা ট্রেনটি থামিয়ে দেয়। ১৫ মিনিটের অধিক সময় ট্রেনটি থেমে থাকার পর ট্রেনে থাকা কর্মকর্তাগণ পুনরায় মধুমতি এক্সপ্রেস পুখুরিয়া স্টেশনে থামার আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করেন।
পুখুরিয়া গ্রামের বাসিন্দা ও মানিকদহ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আঃ করিম মাতুব্বর বলেন, আমরা ন্যায় সঙ্গত দাবী নিয়ে রেল লাইন অবরোধ করেছি। ট্রেন থামিয়েছি। রেলের লোকজন আশ্বাস দিয়েছে যে, এ স্টেশনে মধুমতি এক্সপ্রেস থামবে। তাই অবরোধ প্রত্যাহার করেছি। যদি এর পর না থামে তাহলে আমরা পুনরায় অরবোধ করবো। পুখুরিয়া স্টেশনটি অনেক গুরুত্বপূর্ণ। সদরপুরের বিশ্বজাকের মঞ্জিল ও চন্দ্রপাড়া দরবার শরীফে অসংখ্য ভক্তবৃন্দ প্রতিনিয়ত রেলপথে আসা যাওয়া করে। তাই মধুমতি এক্সপ্রেস এখানে থামাতেই হবে।
ভাঙ্গার পুখুরিয়া এলাকার বাসিন্দা মাহিন্দ্র চালক রুহুল আমিন মিয়া বলেন, এই স্টেশনে মধুমতি এক্সপ্রেসে প্রচুর যাত্রী আসা যাওয়া করে। আমরা অটো এবং মাহিন্দ্র চালকেরা প্রতিদিন প্রচুর যাত্রী নিয়ে সদরপুরের আটরশি ও চ্দ্র পাড়া দরবার শরীফে আসা যাওয়া করি। এর মাধ্যমে আমাদের জীবিকা নির্বাহ হয়। মধুমতি এক্সপ্রেস বন্ধ হলে আমাদের সংসার চালানো কষ্ট হয়ে পড়বে।
তালমা ও পুখুরিয়া রেলস্টেশনের ইনচার্জ রকিবুল ইসলাম বলেন, গত শুক্রবার রেলপথ বিভাগ সারা দেশের দুটি স্টেশনে আন্তনগর ট্রেন না থামানোর সিদ্ধান্ত নেয়। এ অঞ্চলের মধ্যে পুখুরিয়া রেলস্টেশন একটি। রবিবার (১৯ জানুয়ারি) থেকে এ নির্দেশ কার্যকর হওয়ার কথা। রাজশাহী থেকে ঢাকাগামি মধুমতি এক্সপ্রেস আজ নির্ধারিত সময়ের ঘন্টাখানেক পরে এসেছে। এটি পুখুরিয়া স্টেশন এলাকায় গেলে শত শত লোক অবরোধ করে। ট্রেনটি থেমে যায়। ঐ ট্রেন পরিচালকগণ উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দাবী বিবেচনার আশ্বাস দিলে অবরোধকারিরা অবরোধ প্রত্যাহার করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ