ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া সদর মাছিহাতা ইউনিয়ন ভাটপাড়া হাজী সিদ্দিকীয়া হাফেজিয়া ও নূরানীয়া মাদ্রাসার ১৩ তম বাৎসরিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল ৫ ঘটিকায় মাদ্রাসার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মাহফিলে উত্তর জগৎসার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম হযরত মাওলানা আবু তাহের হুজুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সামছুল হক সরাইলী সাহেব (শায়খুল হাদিস ও শিক্ষা সচিব, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি জসিম উদ্দিন কাসেমী সাহেব, সিনিয়র শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া, ব্রাহ্মণবাড়িয়া।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওঃ ইসমাঈল হোসেন সিরাজী, খতিব (পাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ব্রাহ্মণবাড়িয়া)।
বিশেষ বক্তাবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওঃ নজীর আহমাদ ফরিদী ( ইমাম ও খতিব পাঘাচং রেল স্টেশন জামে মসজিদ)। এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন বহু ওলামে কেরামগণ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রহিম বিন রমজান অত্র মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা আরিফুল ইসলাম চান্দপুরী।
এবং সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ নির্বাশ আলী খান (সৌদি প্রবাসী ভাটপাড়া)।মোঃ আবুল কাশেম (বিশিষ্ট ব্যবসায়ী ভাটপাড়া)। নুর মোহাম্মদ (দুবাই প্রবাসী ভাটপাড়া)।
উক্ত মাহফিলে দুনিয়া ও আখিরাতের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ নসিহত মধ্যরাত পর্যন্ত পরিচালিত হয়। এসময় মাদ্রাসা কর্তৃপক্ষ দেশ ও প্রবাসী ভাইদের কাছে অত্র মাদ্রাসার সঠিক ভাবে পরিচালিত হয় সে জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেন, সম্মেলন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।