আব্দুস শহীদ শাকির, জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি।
ভারতের আগরতলায় বাংলাদেশি উপ- হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জকিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জকিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বিকালে জকিগঞ্জ ডাকবাংলো প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এমএ হক চত্তরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক মাসুক আহমদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক পৌর কাউন্সিলর রিপন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল ইসলাম লেইছ, উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুল ইসলাম চৌধুরী, উপজেলা জাসাসের সভাপতি কাওসার আহমদ, উপজেলা বিএনপি নেতা হিফজুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। তারা ভারতের সকল ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুত। শেখ হাসিনা ভারতে বসে ইসকনের মাধ্যমে বাংলাদেশে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছে। সেখানে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। গত ১৬ বছর খুন ও গুম করে বাংলাদেশকে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছিল তারা। হাসিনার পতনের পর ভারতের মাথা খারাপ হয়ে গেছে। নেতৃবৃন্দ আরো বলেন, স্বাধীন বাংলাদেশকে ভারত তার কলোনি বানাতে চায়।
আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ করেছি, ৯০-এর স্বৈরাচারের বিদায় দিয়েছি এবং জুলাই-আগস্ট আন্দোলনে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতন করেছি। আমরা ভারতকে ভয় পাই না। সকল জাতীয়তাবাদ শক্তি ও ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভারতের আগরতলায় বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো ও হাইকমিশনে হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আজিজ, জকিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শামীম আহমদ, দপ্তর সম্পাদক মঞ্জুর আলম, সহ-দফতর সম্পাদক জিয়াউর রহমান, যুবদল নেতা এনামুল হক চিশতি, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাজেদ আহমদ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ