ভারত সংবাদদাতা:
ভারতের লাইব্রেরী প্রফেসনাল এসোসিয়েশন দিল্লীর আন্তর্জাতিক সম্মেলন I-KOAL 2024 অনুষ্ঠিত হয়েছে।
পুনের MIT WPU তে। ১৫ ও ১৬ ফেব্রুয়ারী দুদিনব্যাপী আলোচনা সভা চলে। উক্ত আলোচনা সভা অনুষ্ঠান উদ্বোধন করেন MIT WPU এর প্রতিষ্ঠাতা প্রফেসর বিশ্বনাথ করাড। বক্তব্য রাখেন LPA এর সভাপতি রামানন্দ মালভিয়া এবং সম্পাদক সালেক চান্দসহ অন্যান্য ব্যক্তিরা। উক্ত অনুষ্ঠানের পক্ষ থেকে একটি বই ও প্রকাশ করা হয় যা এই অনুষ্ঠানে উপস্থিত গ্রন্থাগারিকদের রিসার্চ পেপার বইটিতে প্রকাশ পায়,
বইটির নাম Innovative Technology and Application for Sustainable Library Services .
অনুষ্ঠানের প্রথম ধাপেই বইটির মোড়ক উন্মোচন করা হয়। এই অনুষ্ঠানে কবি প্রিয়াংকা নিয়োগীকে “এক্সিলেন্ট
কলেজ লাইব্রেরীয়ান ২০২৪ ” এ সম্মানিত করা হয়।
কবি প্রিয়াংকা নিয়োগী পেশায় একজন কলেজ গ্রন্থাগারিক। এই অনুষ্ঠানে উপস্থিত গ্রন্থাগার পেশাজীবীরা তাদের গবেষণা পত্র পরিবেশন করেন।