এস এম রনি সাতক্ষীরা প্রতিনিধি : ভারতে পলায়নকালে খুলনার দূর্নীতিবাজ সাবেক এমপি সালাম মুর্শিদীর ব্যক্তিগত সচিব চঞ্চল কুমার মিত্রকে আটক করেছে বিজিবি। সোমবার (২৬ আগস্ট) বিকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে যাবার সময় তাকে আটক করা হয়।
আটক চঞ্চল কুমার মিত্র খুলনার রুপসা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সে রুপসা থানার সাধন কুমার মিত্রের ছেলে।
বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক এমপি ও সাবেক ফুটবলার সালাম মুর্শিদী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অর্থ আত্মসাত মামলায় অভিযুক্ত। তার পিএস(সচিব) চঞ্চল কুমার মিত্র এসব অপকর্মের সহযোগী বলে জানা গেছে। এছাড়া রুপসা থানায় চঞ্চল মিত্রের বিরুদ্ধে মারামারির মামলা রয়েছে। তাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।