ডেস্ক রিপোর্ট>
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো আছে। এখনো বিভিন্ন থানার বেশ কিছু অস্ত্র উদ্ধারের কাজ চলছে। এসব উদ্ধার হয়ে গেলে পুলিশের কার্যক্রম আরও বেগবান হবে। ভারতের সঙ্গে আমাদের দেশের সংঘাতের কোনো আশঙ্কা নেই। ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন, তাদের ফিরিয়ে আনার বিষয়ে একটা চুক্তি হয়েছে। আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছি।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশে ঘটনা তো কিছু ঘটবেই, তবে সেটার প্রতিকার নিয়েছি কিনা সেটা দেখবেন। আমাদের থানাগুলোর অনেক হারিয়ে যাওয়া অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি। এগুলো উদ্ধার হয়ে গেলে পুলিশের কার্যক্রম আরও বেগবান হবে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে।
তিনি আরো বলেন, দেশে বর্তমানে বেশ কিছু জায়গায় দোকান ভাঙচুর ও লুটপাট হচ্ছে - এ ধরনের ঘটনা কিছু তো হবেই। তবে আমরা এসব প্রতিহত করছি এবং দোষীদের আইনের আওতায় নিয়ে আসছি।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জ ডিআইজি মুশফেকুর রহমান, জেলা প্রশাসক সুনামগঞ্জ ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ