স্টাফ রিপোর্টার এরশাদ হোসেন পাপ্পু:
ভারতে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি করা পন্ডিত রামগিরি মহারাজ এবং ওই কটুক্তিকে সমর্থনকারী ভারতের ক্ষমতাসিন দল বিজেপি নেতা নিতিশ রানের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সৈয়দপুরের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম জনতা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুম্মার নামাজ শেষে সৈয়দপুর আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ডাকে ওই কর্মসূচি পালন করা হয়। মূলধারার বৃষ্টি উপেক্ষা করে শহরের জিআরপি মোড়ে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, আলেম উলেমা, পীর মাশায়েকসহ হাজার হাজার নবী প্রেমী মানুষজন জমায়েত হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে
জিআরপি মোড়ে সমাবেশে মিলিত হন। সেখানে ভারি বৃষ্টিপাতের মধ্যে এতে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের হাফেজ মাওলানা রিজওয়ান আল কাদেরী, মাওলানা মোহাম্মদ আলী মিসবাহী, মাওলানা সাজ্জাদ, মাওলানা ইমরান হাবিব,আশরাফী, মাওলানা ইমরান হাবিব আশরাফী, মাওলানা সাজ্জাদ, মমতাজ রাসুল সোলাইমানী, আশিফ আশরাফী, খালিদ আজম আশরাফী প্রমুখ।
বক্তারা ভারতের হিন্দু পন্ডিত রামগিরি মহারাজ মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে অবমাননাকর কটুক্তি এবং তার কটুক্তিকে সমর্থন জানানো বিজেপি নেতা নিতিশ রানকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনুসকেও রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদের আহবান জানান।
তারা বলেন, প্রিয় নবীজি আমাদের প্রাণের চেয়ে প্রিয়। তাই একজন মুসলমান সবকিছু সহ্য করতে পারে কিন্তু প্রিয় নবীর অপমান সহ্য করতে পারবে না। অবিলম্বে ওই দুই কটুক্তিকারীকে গ্রেফতারসহ শাস্তির আওতায় আনতে হবে। নতুবা বিশ্বের সব মুসলমান রাস্তায় নেমে ভারত অভিমুখ হতে বাধ্য হবে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহলে সুন্নাতের আজহার সুলতান রিজভী, নাদিম আশরাফী, আনোয়ার রেজা আশরাফী, আরমান কাদেরী আত্তারী, সৈয়্যদ আব্দুল্লাহ পাপ্পু বাখশি, হায়দার এমাদী, মো. শাহিদ কাদেরী, নেজাম আশরাফী, খলিফা মইজুল মোখতারী প্রমুখ।