সিলেট অফিস :: ২০ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখে এমএমপি সদর দপ্তর সভা কক্ষে ভারত বনাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল (নারী) এর মধ্যকার আগামী ২৮, ৩০ এপ্রিল, ০২, ০৬, ০৯ মে/২০২৪ খ্রিঃ ০৫ (পাঁচ) টি আন্তর্জাতিক ক্রিকেট টি-২০ ম্যাচ সিলেট আঞ্চলিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেটে অনুষ্ঠিত হওয়া উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবং সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় সাধনের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ জোবায়েদুর রহমান, পিপিএম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাঃ সোহেল রেজা, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, এসি (এয়ারপোর্ট) জহিরুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (র্যা ব-৯) জিয়া লতিফুল ইসলাম, সহকারি পরিচাল (ডিজিএফআই) মোঃ মুকুল হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাশেল গাজী, ফায়ার সার্ভিস সিনিয়র অফিসার মোঃ বেলাল হোসেন, ওসি ইমিগ্রেশন মোঃ তারিকুল ইসলাম সহ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল (নারী) এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং এসএমপি পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় বিভিন্ন নিরাপত্তামূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং যথাযথভাবে সকল কার্যক্রম পরিচালনার জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করা হয়।