ভালবাসা চাই
রাসেল আহমেদ সাগর
ভালবাসা চাই একটু নিঃস্বার্থ ভালবাসা
কাঁদা মাখা ইটের মতো শক্ত নয়,
জলন্ত চুলোয় দাউদাউ করে জ্বলা নয়
একটুকরো বরফের মতো শীতল ভালবাসা নয়ছয় নয়।
গভীর ঘুমে মগ্নে লেনাদেনা নয়
বাস্তবতায় লেনাদেনা রোজকার পিরিত যেনো হয়,
ধবধবে সাদা চাইনা চাইনা টকটকে লাল
হৃদপিন্ডের সাথে হৃদপিন্ডের কথা যেন হয় ।
নীলিমার রংধনু সাত রং চাইনা
চাই খাঁটি মধুর মতো একটু ভালবাসা,
যত্নে বারোমাসি প্রেম হবে হবে প্রেমের আদান প্রদান
পাথর ভাঙবে ঠিক তুমি মচকাবে না এটাই আশা।
কাটালের আঠার মতো গভীর পিরিত
শিমুলের তুলার মতো একটা মন চাই,
আমি জানি উত্তরে বলবে তুমি
তোমার মাঝে তুমি নিজেই নাই।
এমন পরিস্থিতি খাঁটি কিছু
পাওয়াটাই বড্ড বেশি মুশকিল,
যদি পাই বারোমাসি পিরিত হবে
দূরে সরবোনা কথা দিলাম এক তিল।