চিত্রশিল্পী মিলন বিশ্বাস
১৪ই ফেব্রুয়ারী ভ্যালেনটাইনস ডে ৩৬৪ দিন পরে এই দিনটি আসে, এক শ্রেণীর মানুষ অপেক্ষায় থাকে। ফুলচাষীদের কাছেও শ্রেষ্ঠ দিন হিসেবে এটি ফুল বিক্রেতাদের কাছে সুখের দিন।আর প্রেমিক প্রেমিকাদের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ।
এই দিন কাপলসরা সারাদিন একসাথে সময় কাটায় এবং পার্কে ঘুরে বেড়ানোর পরিকল্পনা করে থাকে।
অনেক সহজ সরল মানুষ মিথ্যা ছলনায় ফাঁদে পড়ে কষ্টকে বরন করবে। ফুল হাতে নিয়ে আবার যারা প্রপোজ ডে তে মিথ্যা মায়ায় পড়তে পারেনি, তারা আজ তাদের ভালবাসাকে প্রকাশ করার আরো একটি সুযোগ পেয়েছে।আসলে ভালো বাসার জন্য মন লাগে দিন নয় আমি এমনটা চিন্তা করে লেখা শুরু করছি।
তিনশো চৌষট্টি দিন মনে গেঁথেছি ভুলবো কেমন করে,
অপেক্ষার দিন ফিরে এলো
চৌদ্দই ফেব্রুয়ারিকে গিরে।
মুখটা তােমার ভেসে উঠে
আমার দুটি চোখে,
থাকবে এবার আপন হয়ে
যাবে নাতাে ভুলে।
তােমার হৃদয় ভরিয়ে দেব
ভালো বাসা দিয়ে,
আমার জীবনে থাকবে তুমি
সুখের সাথী হয়ে।
আমি যদি বৃষ্টি হতাম
ভিজাতাম তোমার অন্তরকে,
কষ্টকে ধুয়ে দিতাম
মেঘলা বরণ অঙ্গকে।
অকারণে কষ্ট না দিয়ে
যদি জড়িয়ে নিতে কাছে
হ্যাপি ভ্যালেন্টাইন’স ডে।
কথা দিলাম তােমার পাশে
থাকবাে চিরকাল।
সবুজ হয়ে চোখ জুড়াবাে
অবুঝ হয়ে মন ভরাবো
কুসুম হয়ে রঙ ছড়াবাে
নিশিরাতে শান্ত ভুবন,
চাইবাে তােমায় সারাজীবন।
পথিক হয়ে পথ দেখাবাে
প্রেম হয়ে মন ভােলাবাে
মিটি মিটি আলোর ঝলক
দেখবাে তোমায় একা।
থাকি যে বিভাের হয়ে শয়নে স্বপনে আমি ভালােবাসি শুধুই তােমাকে, তোমাকে পেলে ভুলে যাবো সব স্মৃতি আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে। ভালােবাসা যদি সঠিক হয় সব সীমা ছাড়িয়ে আপন করতে পারে, এই ভালোবাসার রোমান্টিক দিনে পরোনা কেউ মিথ্যা ছলে। আমি শুধু তােমাকে চাই
ছলনাতে নয়, ভালােবাসায়।
আমি শুধু তােমাকে চাই
তােমার মতাে করে নয়,
আমার মতাে করে।
তুমি যদি বাতাস হও
আমি হবো ধুলিকনা,
তােমার সাথে তাল মিলিয়ে
উড়বো আমি একটানা।
ভালোবাসার গোপন কথা
তুমি ছাড়া জানবেনা কেউ।
বারাে মাস পাশে আছি
পাশে থাকবাে চিরবন্ধু হয়ে।