1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
ভুট্টা মাড়াই মেশিন বিতরণ অনুষ্ঠানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা যেন বঞ্চিত  না হয়, নবীগঞ্জে এমপি কেয়া চৌধুরী - Bikal barta
৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| রবিবার| সকাল ১১:২১|
সংবাদ শিরোনামঃ
নেত্রকোণার দুর্গাপুরে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল এর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প প্রশাসন ব্যবস্থা পরিচ্ছন ও সংস্কার করে নির্বাচন দিতে যে সময় লাগবে জামায়াত তা দিতে প্রস্তুত        —-মিয়া গোলাম পরওয়ার পুলিশকে বোকা বানিয়ে হাসপাতাল থেকে পালালো ডা’কাত সিলেট নগরী মধ্যরাতে পুলিশের জালে ৪ নারী-পুরুষ নবীগঞ্জের ফারুক্বীয়া তাজপুর মাদ্রাসায় ২৫জন হিফজকে পাগড়ী প্রধান  আজ রাত থেকে অপারেশন ডেভিল হান্ট শুরু! পাইকগাছায় সিরাতুল হুদা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত  জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণায় কয়রায় আনন্দ মিছিল ও আলোচনা সভা  বরমী ডিগ্রী কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত,দাতা প্রতিনিধি রাসেল মোড়ল। ভাঙ্গায় ভলিবল খেলাকে কেন্দ্র করে দুটি বাড়ির ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

ভুট্টা মাড়াই মেশিন বিতরণ অনুষ্ঠানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা যেন বঞ্চিত  না হয়, নবীগঞ্জে এমপি কেয়া চৌধুরী

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় বুধবার, মে ২৯, ২০২৪,
  • 146 জন দেখেছেন

 

মোঃ আবু তালেব হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ নবীগঞ্জে প্রকাশ্যে সরকারীভাবে ২০২৩-২৪ অর্থ বছরের আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত কৃষক গ্রুপের মধ্যে বিনামূল্যে কৃষি যন্ত্র পাতি বিতরণ করা হয়েছে ।

গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা কৃষি অফিসের হলরোমে নবীগঞ্জে প্রকাশ্যে সরকার দেওয়া ৩০টি কৃষি যন্ত্র ভুট্টা মাড়াই মেশিন বিতরণ করেন হবিগঞ্জ-১, নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সাংসদ এডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। এসময় তিনি তার বক্তব্যে বলেন- আমার ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকরা যেন সরকারের সেবা পায় সেই বিষয়টির প্রতি গুরুত্ব দেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি ইউনিয়ন পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের উদ্দেশ্যে আরও বলেন- যেহেতু আপনারা মাঠে কাজ করেন তাই প্রকৃত কৃষকরাই যেন সরকারের ওই সেবা টুকু পায় এবং কোনভাবেই যেন প্রান্তিক ও দরিদ্র কৃষকরা সরকারের দেওয়া সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর দিতে হবে। উপসহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মিনাল কান্তি রায় মিনু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় পত্রিকার প্রকাশক এবং ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা গজেন্ড দাশ প্রমুখ।

উল্লেখ্য- ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে মোট ৭০টি কৃষিযন্ত্র ভুট্টা মাড়াই মেশিন বিতরণ করা হবে। এর মধ্যে প্রথম ধাপে ৩০টি মেশিন বিতরণ করা হলো। অবশিষ্ট ৪০টি মেশিন পর্যায়ক্রমে দেয়া হবে।

কৃষিযন্ত্র ভুট্টা মাড়াই মেশিন যারা পেলেন উপজেলার ১নং বড় ভাকৈর ইউনিয়নের সোনাপুর এডিএসআরপি কৃষক সংগঠনের সভাপতি মঈনুল ইসলামের স্ত্রী নাজমা বেগম, ২নং পূর্ব ভাকৈর ইউনিয়নের বাগাউড়া এডিএসআরপি কৃষক সংগঠনের সভাপতি আব্দুল মুমিনের পুত্র আব্দুল তাহির, রামপুর এডিএসআরপি কৃষক সংগঠনের সভাপতি আব্দুল হকের পুত্র জুয়েল মিয়া, কাজিরগাঁও এডিএসআরপি কৃষক সংগঠনের সভাপতি সোনা মিয়ার পুত্র খালেদ মোশারফ, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর এডিএসআরপি কৃষক সংগঠনের সভাপতি দিলন খানের পুত্র মতিন খান, বুরহানপুর এডিএসআরপি কৃষক সংগঠনের সভাপতি আবু সায়েদ এর পুত্র শাহান রাব্বি, ৪নং দিঘলবাক ইউনিয়নের পশ্চিম কসবা এডিএসআরপি কৃষক সংগঠনের সভাপতি আজফর উল্লাহর পুত্র রাহেল আহমেদ, কামারগাঁও এডিএসআরপি কৃষক সংগঠনের সভাপতি আবু সহিদ চৌধুরীর পুত্র জামাল আহমদ চৌধুরী, ৫নং আউশকান্দি ইউনিয়নের উমরপুর এডিএসআরপি কৃষক সংগঠনের সভাপতি ডাঃ জাফর আহমদের পুত্র এম.এম শাহেদ মিয়া, আউশকান্দি এডিএসআরপি কৃষক সংগঠনের সভাপতি কাজী মোঃ কলমদর আলীর পুত্র কাজী মোঃ সেলিম, আলমপুর এডিএসআরপি কৃষক সংগঠনের সভাপতি মোজাম্মিল আলীর পুত্র মোঃ আক্তার হোসেন, ৬নং কুর্শি ইউনিয়নের মোল্লারাই এডিএসআরপি কৃষক সংগঠনের সভাপতি লোকমান আহমেদের পুত্র হাফিজ আহমেদ খান, জহুরপুর এডিএসআরপি কৃষক সংগঠনের সভাপতি সৈয়দ শফিকুল আলীর পুত্র সৈয়দ রফিকুল ইসলাম, রাইয়াপুর এডিএসআরপি কৃষক সংগঠনের সভাপতি শহীদ মিয়ার পুত্র মোঃ নুরুল ইসলাম, ৭নং করগাওঁ ইউনিয়নের জন্তরী এডিএসআরপি কৃষক সংগঠনের সভাপতি চুনি লাল দাশের পুত্র সুকেশ দাশ, লক্ষীপুর এডিএসআরপি কৃষক সংগঠনের সভাপতি মুজিবুর রহমানের পুত্র আবু সুফিয়ান, ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের গোজাখাইর এডিএসআরপি কৃষক সংগঠনের সভাপতি তাজুল ইসলামের পুত্র মইনুল ইসলাম, চৌশতপুর এডিএসআরপি কৃষক সংগঠনের সভাপতি নাসির উদ্দিনের পুত্র আজহারুল ইসলাম, ৯নং বাউসা ইউনিয়নের দেবপাড়া এডিএসআরপি কৃষক সংগঠনের সভাপতি আলাউদ্দিনের পুত্র জাহাঙ্গীর আলম, নাদামপুর গ্রামের এডিএসআরপি কৃষক সংগঠনের সভাপতি আঃ মতিনের পুত্র ফরিদ মিয়া, হরিধরপুর এডিএসআরপি কৃষক সংগঠনের সভাপতি ইলিয়াস মিয়ার পুত্র আবু মুসা, ১০নং দেবপাড়া ইউনিয়নের রুস্তুমপুর এডিএসআরপি কৃষক সংগঠনের সভাপতি আকবর উল্লাহর পুত্র আঃ হক, নারাইন্দি এডিএসআরপি কৃষক সংগঠনের সভাপতি আজফর আলীর পুত্র জাকির হোসেন, ১১নং গজনাইপুর ইউনিয়নের বনগাওঁ এডিএসআরপি কৃষক সংগঠনের সভাপতি আঃ গফুর চৌধুরীর পুত্র আঃ হাদী চৌধুরী (কাহিদ), কান্দিগাওঁ এডিএসআরপি কৃষক সংগঠনের সভাপতি আব্দাল মিয়ার পুত্র জাহির মিয়া, ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রামপুর এডিএসআরপি কৃষক সংগঠনের সভাপতি মুহি উদ্দিনের পুত্র এবাদুর রহমান, ১৩নং পানিউমদা ইউনিয়নের বুড়িনাওঁ এডিএসআরপি কৃষক সংগঠনের সভাপতি উমেদ উল্লাহর পুত্র মোস্তফা আলী, বড়চরগ্রামের এডিএসআরপি কৃষক সংগঠনের সভাপতি আইউব আলীর পুত্র এখলাছ মিয়া, পানিউমদা এডিএসআরপি কৃষক সংগঠনের সভাপতি আঃ শহীদের পুত্র মাহফুজ মিয়া, নবীগঞ্জ পৌর এলাকার চরগাওঁ গ্রামের তবারক আলীর পুত্র মোঃ নুরুজ্জামান প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!