স্টাফ রিপোর্টার বাবুল চৌধুরী জাতীয় দৈনিক বিকাল বার্তা।
প্রেস ব্রিফিং এ র্যাব ১৫
ভুয়া ফেসবুক আইডি খুলে নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল ও প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারনামীয় প্রধান ও একমাত্র আসামি মোহাম্মাদ আমিন’কে কক্সবাজারের সদর থানাধীন কক্সবাজার মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে থেকে র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার,
র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে সকল অপরাধে দায়েরকৃত মামলার এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় কক্সবাজার সদর মডেল থানার মামলা নং ৩৮ তাং ০৯/০২/২০২৪, ধারা-৪১৯/৪২০/৩৮৫/৩৮৬ পেনাল কোড মোতাবেক গত ৯ (ফেব্রুয়ারী) ২০২৪ তারিখ অনুমানিক সাড়ে.১০ ঘটিকার সময় র্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজারের সদর থানাধীন কক্সবাজার মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে থেকে ভুয়া ফেসবুক আইডি খুলে নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল ও প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারনামীয় প্রধান ও একমাত্র আসামি মোহাম্মদ আমিন (২২), পিতা-মৃত আব্দুল কাশেম, মাতা-খোদেজা বেগম, সাং-ফুলের ডেইল, ০৩ নম্বর ওয়ার্ড, হ্নীলা ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’ওকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মোহাম্মদ আমিন প্রতারণার উদ্দেশ্যে বিভিন্ন মেয়েদের ছবি সংগ্রহ করতো এবং পরবর্তীতে সেই ছবি ব্যবহার করে ফেক ফেসবুক আইডি খুলতো। উক্ত ফেক ফেসবুক আইডির মাধ্যমে সে নারী সেজে বিভিন্ন সময়ে বিভিন্ন লোকদের সাথে ফেসবুক ম্যাসেঞ্জারে অসাধু ভাবে চ্যাট করতো। একপর্যায়ে বিভিন্ন লোকদেরকে প্রতারণার ফাঁদে ফেলে ফুসলিয়ে তাদের বিভিন্ন ব্যক্তিগত ছবি সংগ্রহপূর্বক তা সামাজিক যোগাযোগ মাধ্যমে জনসম্মুখে প্রকাশ করে দিবে বলে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করে থাকে এবং বিনিময়ে ভূক্তভোগীদের কাছ থেকে দীর্ঘদিন ধরে অর্থ আদায় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ