স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের ভৈরবে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গজারিয়া নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লিলু মিয়া (৫৫) গজারিয়া নামাপাড়া মুন্সিবাড়ির মৃত নুরুল হকের ছেলে ছিলেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, সকালে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সমঝোতার জন্য শালিসে বসে এলাকাবাসী। শালিস চলাকালে তর্কাতর্কির এক পর্যায়ে ছোট ভাই স্বপন মিয়া ও তাঁর শ্বশুরবাড়ির লোকজন লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন বড় ভাই লিলু মিয়া।
কিশোরগঞ্জের ভৈরবে এক ফুট জায়গার জন্য বড় ভাইকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার গজারিয়া ইউনিয়নের নামা পাড়া মোল্লা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বৃত্তে রেড মার্ক করা জায়গার জন্য ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। জায়গা প্রায় ১ ফুট।
পরে স্বজনরা আহত লিলু মিয়াকে ভৈরব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লিলু মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে ভৈরব থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।