মোঃ হোসেন, সদর প্রতিনিধি ভোলা:
খেয়াঘাট সংলগ্ন মহা-সড়ক মধ্য চরনোয়াবাদ
আনাস বিন মালেক ( রা.) ইসলামিক কমপ্লেক্স মাদ্রাসার বিপরীত পাশে সদর থেকে যাচ্ছিলো পুলিশের একটি গাড়ি ও অপর দিক থেকে সদরে আসচিলো মোটরসাইকেল অটোরিকশা বাঁচাইতে গিয়ে মুখোমুখি সংঘর্ষে হয় দুটি গাড়ির এতে মোটরসাইকেল ভেঙ্গে চুড়মার হয়ে যায় ও পুলিশের গাড়ির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
অদ্য ৩১ মে (শুক্রবার) বিকেল সাড়ে ৫ টার দিকে দূঘটনা স্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে জাতীয় দৈনিক বিকাল বার্তা পত্রিকার সাংবাদিক মোঃ হোসেন এর মোবাইল কেরে নেয় পুলিশের এক সদস্য। ঘটনাটি দেখেও না দেখার ভান করেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন (মিয়া) এবং তার ড্রাইভার সহ ডিউটিরত পুলিশ সদস্য মোহেবল্লুাহ সংবাদ কর্মীকে মোঃ হোসেনকে তুই তুগারি করেন। বিষয়টি স্বচক্ষে দেখেন ওসি মনির হোসেন মিয়া। কিন্তু দুঃখের বিষয় ঘটনা স্থলে সংবাদকর্মী হোসেনের মোবাইল ছিনিয়ে নেওয়ার বিষয় জানতে চাইলে ওসি মনির হোসেন মিয়া ঘটনার কোনো সঠিক উত্তর দেয়নি। বরং এখান থেকে সাইডে সরে যাও বলে উপদেশ দেন।
সরেজমিন থাকা অসংখ্য লোক ও ভোলার সাংবাদিক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার বিষয়ে ভোলার সংবাদ কমীরা পুলিশের এই ব্যবহারে অসন্তোষ প্রকাশ করেছে।