ভোলা প্রতিবেদক:
ভোলা শহরের টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল) মাঠের ভাসানীর মঞ্চে এক যুবকের ঝুলন্ত লাশ স্থানীয়রা দেখতে পায়। অদ্য ২২ ফেব্রুয়ারী (শনিবার) সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত যুবকের নাম ফাহিম আহমেদ মুন (২৬)। তিনি বরিশাল সিটি করপোরেশনের ২৪ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা সেলিম মিয়ার ছেলে। সেলিম মিয়া ভোলা জজ কোর্টের অফিস সহায়ক পদে কর্মরত রয়েছেন।
পুলিশ জানান, শুক্রবার বাড়ি থেকে বের হন মুন। এরপর আর বাড়ি ফিরে আসেননি। শনিবার সকালে স্থানীয়রা ভাসানীর মঞ্চে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে নিহতের পরিবার ও পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন পুলিশ।
যুবকের আত্মা হত্যার বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি হাসনাইন পারভজ গণমাধ্যমকে জানান, বাংলা স্কুলের সিসিটিভির ফুটেজে ওই যুবক আত্মহত্যা করতে দেখা যায়। তবে কী কারণে ওই যুবক আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ