ভোলা প্রতিবেদক:
ভোলায় দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলাকারী তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব-৮। ৮ মার্চ (শুক্রবার) মধ্যরাতে সদর উপজেলার চরনোয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। র্যাব-৮ এর ভোলা ক্যাম্পের লেফটেন্যান্ট মোঃ শাহরিয়ার রিফাত অভি (এক্স) বিএন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার আসামিরা হলেন, চরনোয়াবাদ এলাকার মোঃ কালিমুল্লাহ, হাবিবউল্লাহ খোকন ও শাকিল আহমেদ। এর মধ্যে কালিমুল্লাহ ও হাবিবউল্লাহ খোকন আপন ভাই এবং ওই এলাকার মৃত ছাদেকের ছেলে। অপরজন ভোলা শহরের গাজিপুর রোডের বাসিন্দা।
এর আগে গত মঙ্গলবার (৪ মার্চ) সকালে ভোলা শহরের শিশমহল হোটেলের সামনে সংবাদ সংগ্রহকালে স্থানীয় দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ও ভোলা প্রকাশ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক বিজয় বাইনের ওপর অতর্কিত হামলা চালায় ২০/ ৩০ জনের একটি সন্ত্রাসী দল।
পরে বিজয় বাইন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় ৪ জনের নাম উল্লেখ এবং ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।
র্যাব জানায়, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি হাবিবউল্লাহ খোকন ও মামলার ৩ নম্বর আসামি শাকিলকে গ্রেফতার করা হয়েছো।
পরে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে মামলার এক নম্বর আসামি কালিমুল্লাহকে গ্রেফতার করা হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ