ভোলা প্রতিবেদক:
ভোলায় ১৯ কেজি গাঁজাসহ মিতু আক্তার নামের এক গৃহবধূকে শশুরবাড়ি এলাকায় থেকে আটক করেছে পুলিশ। অদ্য ২১ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরের দিকে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে আটক করা হয়। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোঃ তাজীব উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মিতুর বাড়ি দৌলতখান উপজেলায়। তার শশুরবাড়ি ভোলা শহরের চরনোয়াবাদ এলাকার ৫ নম্বর ওয়ার্ডে। তিনি পেশায় একজন মাদক কারবারি। আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে ট্রাভেল ব্যাগে করে ফেনী থেকে ১৯ কেজি গাঁজা নিয়ে তিনি ভোলায় তার শশুড়বাড়ি এলাকায় আসেন।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) তাজীব উদ্দিন আর-ও বলেন, মিতু একজন পেশাদার মাদক কারবারি। আমরা গোপন সংবাদের ভিত্তিতে মিতুকে ১৯ কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হই।
তার কাছে থাকা দুটি ট্রাভেল ব্যাগে এসব গাঁজা পাওয়া যায়। এসব মাদক তিনি ফেনী থেকে ভোলায় নিয়ে আসেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ