মোঃ হোসেন, সদর প্রতিনিধি ভোলা:
জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে, বোরহানউদ্দিন থানাধীন বোরহানউদ্দিন পৌরসভার দক্ষিন বাসষ্ট্যান্ডের কালবার্ড এর উত্তর পাড় ০৪ নং ওয়ার্ডস্থ জনৈক আবুল কাশেম এর মালিকানাধীন টিনসেট বসত বিল্ডিং এর ভাড়াটিয়া শাহজাহান এর বসত ঘরের উত্তর পাশের রুম হইতে ১০০০(এক হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা সহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
অদ্য ১৮ মে (শনিবার) রাত ৪.৫০ মিনিট ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামান খান, সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া বোরহানউদ্দিন থানাধীন বোরহানউদ্দিন পৌরসভার দক্ষিন বাসষ্ট্যান্ডের কালবার্ড এর উত্তর পাড় ০৪ নং ওয়ার্ডস্থ জনৈক আবুল কাশেম এর মালিকানাধীন টিনসেট বসত বিল্ডিং এর ভাড়াটিয়া শাহজাহান এর বসত ঘরের উত্তর পাশের রুম হইতে মাদক ব্যবসায়ী মোঃ শাহজাহান (৪৫), পিতা- মৃত মোফাজ্জেল হোসেন, মাতা-জোলেখা বিবি, সাং- চকডোষ, ০৮ নং ওয়ার্ড, কাচিয়া ইউপি, বর্তমান ঠিকানা বোরহানউদ্দিন পৌরসভা, ০৪ নং ওয়ার্ড, (মোঃ আবুল কাশেম এর ভাড়াটিয়া) থানা বোরহানউদ্দিন, জেলা-ভোলাকে ১০০০(এক হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন।
আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম- সেবা এর দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জদের মাদকদ্রব্য অভিযান অবহ্যাত থাকবে।