ভোলা প্রতিবেদক:
বেশকিছুদিন ধরে ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন চরপাতা এলাকার মেঘনা নদী এবং তৎসংলগ্ন চরে মোঃ লোকমান হোসেন এর নেতৃত্বে একটি সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজী, ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরণের অপকর্ম পরিচালনা করে আসছিলো বলে জানা যায়।
ভুক্তভোগী জনসাধারণ কোস্ট গার্ডের নিকট সাহায্য চাইলে কোস্ট গার্ড উক্ত এলাকাসমূহে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। ফলশ্রুতিতে, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৭ অক্টোবর (রবিবার) দুপুর ০১: ৩০ মিনিট ঘটিকা হতে দুপুর ০৪: ০০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক স্টাফ অফিসার (অপারেশান্স) দক্ষিণ জোন এর নেতৃত্বে কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দৌলতখান উপজেলাধীন চরপাতা এলাকা হতে দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ লোকমান হোসেন (৫০) ও তার ছেলে মোঃ হাসনাইন (২৩) কে ০১ টি আগ্নেয়াস্ত্র ও ০৬ টি দেশীয় অস্ত্র (০২ টি রামদা, ০১ টি দা, ০১ টি চাইনিজ কুড়াল, ০১ টি ছুরি ও ০১ টি চাপাতি) সহ আটক করা হয়।
আটককৃত সন্ত্রাসী মোঃ লোকমান হোসেন ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন ০৪ নং চরপাতা ইউনিয়ানের হাওলাদার বাড়ির বাসিন্দা মৃত আব্দুর রহিম হাওলাদার এর ছেলে।
পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদ্বয়কে জব্দকৃত আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও সকল আলামতসহ দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ