ভোলা প্রতিবেদক:
সাড়াদেশের ন্যায় ভোলায়ও দীর্ঘদিন যাবৎ স্কুল কলেজের স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা স্কুল কলেজে তেমন একটা উপস্থিত ছিল না। কিছুদিন হলো পূর্বের মত স্কুল কলেজের পাঠদান স্বাভাবিক ভাবে চলমান রয়েছে। তবে অদ্য ২৩ সেপ্টেম্বর (সোমবার) সকাল সাড়ে ১১ ঘটিকার সময় স্কুল পড়ুয়া শিক্ষার্থী (ছেলে-মেয়ে) স্কুলের পোশাক পরিধান অবস্থায় স্কুলে অনুপস্থিত থেকে জেলা পরিষদ পুকুর পাড়ে আড্ডায় মিলিত হন এসকল শিক্ষার্থীরা।
স্থানীয় মানুষের সাথে কথা বলে জানা গেছে যে, প্রতিদিন পুকুর পাড় স্কুল টাইমে ছেলে মেয়েরা উপস্থিত হয়ে নানান অশালীন কথা বার্তা ও অঙ্গ-ভঙ্গি করে থাকেন। তাদের উক্ত কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত বিব্রতীকর অবস্থায় পড়তে হচ্ছে। এছাড়াও মাঝে মধ্যে মেয়েদের কে কেন্দ্র করে ছেলেদের মধ্যে হাঙ্গামা সৃষ্টি হয়। এতে স্বাভাবিক মানুষদের কর্মজীবনে ব্যাঘাত ঘটে।
সমাজ ও অভিভাবকরা এসকল অশ্লীল কাজে বাঁধা না দিলে আমরা এক ভিন্ন সমাজে চলে যাব। যে সমাজে চোখের কোনো লজ্জা থাকবে না। তাই পরিবারের জোড়ালো ভূমিকা পালন করা অত্যন্ত জরুরী।
শিশু কিশোর মনোবিজ্ঞানীরা মনে করেন এসকল ঘটনা অত্যন্ত লজ্জাজনক। এবং এ সকল অশ্লীল সাংস্কৃতি থেকে বের হয়ে আসতে শিক্ষকদের জোড়ালো ভূমিকা নেওয়া একান্তই প্রয়োজন।