ভোলা প্রতিবেদক:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয় কর্তৃক ভোলার সদর রোডে অবস্থিত তৃষ্ণা ফাস্ট ফুড, Sailor, Westery, Image এর শোরুমে তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।অদ্য ১৯ মার্চ (বুধবার) দুপুর ১২ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত পোশাক ও ইফতার সামগ্রীর উপর এ অভিযান পরিচালনা করা হয়েছে।
পোশাক বিক্রি প্রতিষ্ঠানগুলোতে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য যাচাই করা হয়েছে। এবং নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি দামে পোশাক বিক্রির অপরাধে Image কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২'হাজার টাকা এবং তৃষ্ণা ফাস্ট ফুড ইফতার সামগ্রী তৈরি করার মুহুর্তে অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে সময় হাতেনাতে বেগুনীতে জ্যান্ত লেদা পোকা পাওয়া যায়। এ ছাড়াও ২৫ ঘণ্টা আগের বাসি ইফতার প্যাকেট করছে আজকে বিক্রির জন্য। ফালুদাতে তেলাপোকার বিষ্ঠা পাওয়া যায়। ইফতার সামগ্রীর মূল্য তালিকা নেই। এসব অপরাধে তৃষ্ণা ফাস্ট ফুডকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩০'হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সার্বিক নিরাপত্তা ও সহায়তায় উপস্থিত ছিলেন ভোলা সদর মডেল থানার পুলিশের একটি চৌকশ টিম। এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা, সভাপতি, ক্যাব ভোলা এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
অভিযান সম্পর্কে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলার সহকারী পরিচালক নূর হোসেন (রুবেল) জানান, ভোক্তা-অধিকার আইন মেনে সততার সাথে ব্যবসা করতে আইনগত পরামর্শ দেন এবং বাজার ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য মাঠে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা সর্বদা মাঠে আছে। কোনো অসাধু ব্যবসায়ী যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ইফতার সামগ্রীতে যেনো বাসি খাবার পরিবেশেন করতে না পারে সেজন্য সারাদেশের ন্যায় ভোলা জেলায়ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত রয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ