মোঃ হোসেন, সদর প্রতিনিধি ভোলা:
ভোলার ২ নং পূর্ব ইলিশা জংশন বাজারে গত ৩ মে শুক্রবার রাতের আধারে পূর্বপরিকল্পিত ভাবে হামালা চালায় আনারস প্রার্থীর সমর্থক গোষ্ঠীর সন্ত্রাসীরা হামালার বিরুদ্ধে অদ্য ২ জুন (রবিবার) বিকাল ৪ ঘটিকার সময় এই মানববন্ধন করেন পূর্ব ইলিশার সাধারণ এলাকাবাসী সহ ভুক্তভোগীর পরিবার।
মানববন্ধনে ভুক্তভোগী আহত আলমগীর হোসেন বলেন, আমি সহ আমাদের উপর যে, অমানুষিক হামলা হয়েছে আমি এর সুষ্ঠু বিচার চাই। এবং সে আরও বলেন, তারা হামলা করেই থেমে থাকেনি। তারা আমাদের পূর্ব ইলিশার সম্মানিত চেয়ারম্যান (ছোটন) কে ভিতু, কাপুরুষ বলেছে এবং তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে। তারা বহিরাগত সন্ত্রাসী দ্বারা এই হামলা চালিয়েছে। এবং তারা এখনো আমাদের কোর্ট থেকে মামলা উঠিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। তারদের এই ভয়াবহ হুমকির মুখে আমরা সহ পূর্ব ইলিশার সাধারণ জনগণ মানববন্ধন করতে আজ ঐক্য বদ্ধ হয়েছি।
মানববন্ধনের বক্তব্যে বক্তারা বজ্রকন্ঠে ভোলার অভিভাবক ও শীর্ষ নেতা জননেতা তোফায়েল আহম্মেদ সহ আইন শৃঙ্খলা বাহিনী ও উপজেলা চেয়ারম্যান এর কাছেও উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে বিচার কাম্য করেছে।